• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

নড়িয়ার কাঞ্চনপাড়া বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ আগস্ট ২০২৩

মোঃ আবুল হোসেন সরদার, শরীয়তপুর প্রতিনিধি:
নড়িয়া উপজেলার কাঞ্চনপাড়া বাজারে এলাকাবাসির উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। এ সময় বিক্ষেুদ্ধ জনতা মাদকবিরোধী বিক্ষোভ মিছিল বাহির করে। মিছিলটি কাঞ্চনপাড়া বাজারের পশ্চিমপাড়ের মসজিদের সামনে থেকে শুরু করে কাঞ্চনপাড়া—ভোজেশ্বর রাস্তা ও বাজার প্রদক্ষিন করে। মিছিলে স্থানীয় শত শত ব্যবসায়ী, জনপ্রতিনিধি, যুবক,ছাত্রসহ সর্বস্তরের লোকজন অংশ নেয়। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিঝারী ইউনিয়ন পরিষদের মেম্বার মতিনুল ইসলাম, ব্যবসায়ী জাকির হেসেন ঢালি, মনির হোসেন ঢালি, সাবেক মেম্বার স্বপন বেপারী,তপন ঢালি,বায়েজিদ ঢালি,মকলেব তালুকদার,আকতার মৃধা ও বাদল ঢালি প্রমূখ। এ সময় মিছিলকারীগন অভিযোগ করে বলেন স্থানীয় কাঞ্চনপাড়া বাজারে কতিপয় অসাধু ব্যবসায়ী বাজারে প্রকাশ্যে মাদক বিক্রি করে দীর্ঘদিন যাবত। তাদেরকে বারন করলে তারা কোন তোয়াক্কা করেনা।প্রতিবাদ করলে তাদের উপর হামলা করে। এ ঘটনাটি নড়িয়া থানা পুলিশকে অবহিত করা হলে তারা মাদক বিক্রেতাদের বিরুদেধ কোন ব্যবস্থা না নিয়ে উপরন্ত প্রতিবাদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে হুমকি দেয়। মিছিলকারী গন এ বৗাপারে নড়িয়া থানয় মাদক ব্যবসায়ীদের ৯ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করে।তাদের অভিযোগপত্রে শিপন হাওলাদার, শিপন মৃধা,খোকন পেদা, সঞ্জয় দাস, আবু বেপারী,ফয়সাল বেপারী, অভি বেপারীর নাম।
এ ব্যাপারে ৮ নং ওয়ার্ড মেম্বার মতিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন যাবত কতিপয় ব্যবসায়ী কাঞ্চনপাড়া এলাকায় মাদক বিক্রি করে ও সেবন করে। তারা প্রকাশ্যে মাদক বিক্রি করে থাকে। কেউ প্রতিবাদ করলে তাদের উপর হামলা করে। এ ব্যাপারে নড়িয়া থানায় অভিযোগ করা হলে থানার জনৈক দারোগা উল্টো অভিযোগকারীদের শাসিয়ে যায়।আমরা স্থানীয় জনগন মাদক বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি।
বিঝারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহম্মেদ কাজি বলেন, মাদক বিক্রেতাদের বিরুদ্ধে অভিযোগ করলে পুলিশ কোন ব্যবস্থা নেয়না। বরং অভিযোগকারীদেরকে শাসন করতে চায়। কাঞ্চনপাড়া এলাকার মাদক ব্যসায়ীদের বিরদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে জোর দাবী জানাই।
নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, কঞ্চনপাড়া এলাকার মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে জরুরী ব্যবস্থা গ্রহন করার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads